কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদমিনারে মানববন্ধন।
পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শেখ হাফিজুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফ হাসান ও আরিফ সোহেল।
মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “৭০-এর নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে ২০ শতাংশ ভোট যায়নি। সেই ২০ শতাংশ মুক্তিযুদ্ধবিরোধী। তাদের বংশধররা সরকারী আনুকূল্য পেয়ে বড় হয়েছে এবং এখন এই শক্তিটাই মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করছে।”
কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদমিনারে মানববন্ধন।