বুধবার ৫ জুন, ২০২৪
কোটা বাতিলের পরিপত্র হাইকোর্টের রায়ে অবৈধ ঘোষণা: মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল
হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলসংক্রান্ত পরিপত্রকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেয়া হয়। রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং আইনজীবী শফিকুল ইসলাম রিপন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী রাজু মিয়া উপস্থিত ছিলেন।
নিউজ ক্লিপস:
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ